ডাটাবেস সম্পর্কে জানার আগে চলুন আগে ডাটা কি তা জেনে নিই=-
“সহজ অর্থে ডাটা হলো ঐ সমস্ত বিষয় যেগুলো সহজে লিপিবদ্ধ করা যায় “ । উদাহরণ হিসেবে ধরতে পারেন আপনার নাম, বয়স,ওজন, উচ্চতা এগুলা ই ডাটা ।
এছাড়াও বিভিন্ন ছবি, গান, ফাইলকেও ডাটা বলা হয় ।
ডাটাবেস কি?
ডাটাবেস হলো কোনো সিষ্টেমের ডাটার কালেকশন ।ডাটাবেস ষ্টোরেজ সিষ্টেম কে Support করে ।ডাটাবেস ডাটা প্রক্রিয়া করণকে সহজ করে তুলেছে । এবারে ডাটাবেস এর কিছু উদাহরণ জেনে নেয়া যাক=-
একটা মোবাইল ফোন কোম্পানি তাদের গ্রাহকের তথ্য জমা রাখার জন্য অবশ্য-ই ডাটাবেসকে ব্যবহার করে ।
ডাটাবেস এর কাজ কি: ডাটাবেস ডাটা প্রক্রিয়া করণকে সহজ করে তুলেছে । ডাটাবেস এর মাধ্যমে আপনি এক সাথে অনেক গুলো ডাটা প্রক্রিয়া করণ করতে পারেন । এছাড়া ডাটাবেস এর দ্বারা আপনি আপনার দৈনন্দিন টাকার হিসাব থেকে শুরু করে ওয়েবসাইটের সকল ইউজার ডিটেইলস ইত্যাদি সংরক্ষণ করতে পারেন । আজকাল বড় বড় কোম্পানি তাদের ডাটা ডাটাবেসে আপডেট করে রাখে ।
ডাটাবেস ব্যবহার করা সহজ এবং এর মাধ্যমে হাজারো কোটি ডাটা থেকে কোন নির্ধিষ্ট ডাটাকে প্রসেস করা যায় ।
পরিশেষে বলতে চাই আপনি যদি ডাটাবেস ব্যবহার করে থাকেন তো ভালো আর যদি না করে থাকেন এবং কিভাবে ব্যবহার করতে হয় তা যদি না জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে দয়া করে জানাবেন । তাহলে আমি পরবর্তীতে ডাটাবেস কিভাবে ব্যবহার করতে হয়
তা নিয়ে লিখার চেষ্টা করবো।
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "ডাটাবেস কি? ডাটাবেস মেনেজমেন্ট সিষ্টেম(DBMS) কি এবং এটা কিভাবে কাজ করে?"
Post a Comment