আশা করি সবাই ভালো আছেন আজ হাজির হয়েছি ছোট্ট সাইজের ১টি পিসি সফটওয়্যার নিয়ে
নাম Notepad++ তো চলুন শুরু করা যাক রিভিউ।
আপনারা যারা পিসি ব্যবহার করে থাকেন তারা সবাই Notepad নামক সফটওয়্যার টা চিনে থাকবেন অনেকে হয়তো কিছু Note করার জন্য ব্যবহার করে থাকেন তবে Notepad++ কিন্তু তার থেকে আলাদা এখানে যারা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নিয়ে চর্চা করেন তাদের জন্য দরকারী একটি সফটওয়্যার যেখানে আপনি আপনার লেখা কোডিং গুলো নিয়ে কাজ করতে পারবেন। আমি আপনাদের জন্য আপডেট ভার্সন টি শেয়ার করছি আর আপডেট ভার্সনে যা সংযুক্ত হয়েছে নিচের স্ক্রিনশর্ট এ তুলে ধরা হলো।
আপনি কোডিং করার পাশাপাশি অনেক ভালো ফিচার পাবেন এই Notepad++ যা আপনার কোডিং লেখাকে আরো সহজ করে তুলবে। আপনি যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই একবার হলেও ইন্সটল করে দেখতে পারেন কারন সাইজেও অনেক ছোট তবে অনেক সুবিধা পাবেন।
আমি অনেক সফটওয়্যার ব্যবহার করে থাকলেও এটাই আমার কাছে ভালো লাগে সিম্পল হয়তো আপনারাও অনেকে ব্যবহার করেছেন তাই যাদের প্রয়োজন তারা নিচের ডাউনলোড লিংক থেকে আপনার পিসির বিট অনুযায়ী ডাউনলোড করে নিন।
0 Response to "আপনার পিসির জন্য ডাউনলোড করে নিন ছোট সাইজের ১টি পিসি সফটওয়্যার"
Post a Comment